odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

দুই সেঞ্চুরিতে প্রথমদিন শেষ করেছে শ্রীলংকা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৭ April ২০২৩ ১৭:৩৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৭ April ২০২৩ ১৭:৩৩

শ্রীলংকা সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আইরিশদের শুরুটা মোটেও ভালো হয়নি। রোববার টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলংকা দুই সেঞ্চুরিতে গল টেস্টের প্রথমদিনটা নিজেদের করে নিয়েছে।

কাল ৮৮ ওভারে চার উইকেটে ৩৮৬ রান তুলেছে স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে দুই সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নে ও কুশাল মেন্ডিসের ২৮১ রানের রেকর্ড রাঙা জুটির পর শেষ সেশনে তিন উইকেট নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া কুশাল মেন্ডিসকে ১৪০ রানে থামিয়ে ম্যারাথন জুটি ভাঙেন জর্জ ডকরেল।

ডাবল সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া করুনারত্নেকে ১৭৯ রানে ফেরান মার্ক অ্যাডায়ার। লংকান অধিনায়কের ১৫তম সেঞ্চুরি এটি। অ্যাঞ্জেলো ম্যাথিউস রানের খাতা খুলতে না পারলেও দিনের বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন দিনেশ চান্দিমাল (১৮*) ও প্রবাথ জয়সুরিয়া (১২*)।



আপনার মূল্যবান মতামত দিন: