odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ April ২০২৩ ০২:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ April ২০২৩ ০২:৪২

ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি রেকর্ড করার এক দিন পর বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় আবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ শেষে এবার অতি তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে ঈশ্বরদী, পাবনা ও লালপুর উপজেলাতে।

তাপদাহে লিচু ও আমের গুটি, ধানের শীষ ঝরে যাচ্ছে। সবজি ক্ষেতসহ সকল প্রকার চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হাসপাতালে শিশু রোগের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

ঈশ্বরদী আবহাওয়া অধিদফতরের ইনচার্জ হেলাল উদ্দীন জানিয়েছেন, আজ টানা ১৭ দিনের মতো এ অফিসের আওতাধীন এলাকায় দেশের সর্বোচ্চ, কখনো দ্বিতীয় রেকর্ড করা হয়েছে। গত সোমবার বিকেল ৩টায় ৪৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল



আপনার মূল্যবান মতামত দিন: