odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ April ২০২৩ ০২:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ April ২০২৩ ০২:৪২

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির পিএসজি ছেড়ে বার্সেলোনায় যাওয়া নিয়ে অনেকদিন ধরেই জোর গুঞ্জন চলছে। এর মাঝেই শোনা যাচ্ছে, মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আর নাকি ভাবছে না পিএসজি! এই মৌসুম শেষ হলেই হয়তো তারা মেসিকে ছেড়ে দেবে। এমনকী মেসির চুক্তি বাড়ানো নিয়ে আলোচনাই করতে চায় না পিএসজি!

দুই বছর আগে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন মেসি। সেই সময় ঠিক হয়েছিল দুই বছর পর চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে উভয় পক্ষ। কিন্তু সেটা এখন আর হবে না বলেই মনে করা হচ্ছে।

শুধু মেসি নন, পিএসজি আরও অনেক তারকাকেই ছেড়ে দিতে পারে। ফরাসি ক্লাবের মালিক নাসের আল খেলাইফি এখন নাকি আর বড় নামের পিছনে ছুটতে রাজি নন। তিনি ফ্রান্সের ফুটবলারদের তুলে আনতে চান। এর ফলে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা আরও বেড়ে গেল।



আপনার মূল্যবান মতামত দিন: