odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ইংল্যান্ডের ছয় ক্রিকেটারকে লোভনীয় প্রস্তাব

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৮ April ২০২৩ ২২:২৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৮ April ২০২৩ ২২:২৫

দেশের হয়ে খেলে যে অর্থ ক্রিকেটাররা পান, তার চেয়ে অনেক বেশি অর্থ দিতে প্রস্তুত আইপিএলের দলগুলো। শর্ত একটাই, আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছেড়ে দিতে হবে। সারা বিশ্বে একাধিক দেশের টি ২০ লিগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর দল রয়েছে। সেসব লিগে ক্রিকেটারদের খেলাতে চাইছে তারা। সেই কারণে কিছু ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে তাদের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। এমনটাই দাবি ‘টাইমস লন্ডন’ সংবাদমাধ্যমের। 

সারা বিশ্বের টি ২০ লিগগুলোতে আইপিএলের দলগুলোর দাপট থাকার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছে ওই সংবাদমাধ্যম। শুধু ইংল্যান্ডের ছয়জন ক্রিকেটার নন, এমন প্রস্তাব যেতে পারে অস্ট্রেলিয়ার এক টি ২০ ক্রিকেটারের কাছেও। আরও অনেক ক্রিকেটারের কাছেই এমন প্রস্তাব যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই ক্রিকেটারদের সারা বছর খেলানোর জন্য ২০ কোটি রুপির বার্ষিক চুক্তি করতেও রাজি আইপিএলের দলগুলো

 



আপনার মূল্যবান মতামত দিন: