odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই : ডা. দিপু মনি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ April ২০২৩ ০১:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ April ২০২৩ ০১:৩৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব রটাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। 

আজ শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে এখনো সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে আরো গবেষণার দরকার আছে। পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি তোমাদের দেশ নিয়েও ভাবতে হবে। দেশকে ভালোবাসবে। দেশের মানুষকে মায়ের মতো ভালোবাসবে। 



আপনার মূল্যবান মতামত দিন: