odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

কেকেআরে লিটনের পরিবর্তে জনসন চার্লস

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৪ May ২০২৩ ২০:৫৯

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৪ May ২০২৩ ২০:৫৯

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে লিটনের প্রথম আইপিএল যাত্রাটা খুব একটা সুখকর হয়নি। 

মাত্র এক ম্যাচ খেলেই আইপিএল থেকে দেশে ফিরে আসেন লিটন। তার বদলি হিসেবে নতুন করে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

লিটনের পরিবর্তে কলকাতা অন্য কাউকে দলে নেবে কিনা সেটি নিশ্চিত ছিল না। তবে তার পরিবর্তে ক্যারিবিয়ান ওপেনার চার্লসকে দলে ভেড়ানোর ব্যাপারটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। লিটনের মতোই ৫০ লাখ রুপিতে চার্লসকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল। এর মাধ্যমে আইপিএলে এই প্রথম পা রাখছেন ৩৪ বছর বয়সি ব্যাটসম্যান। 



আপনার মূল্যবান মতামত দিন: