odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ঢাবির কলা,আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা শুরু আজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ May ২০২৩ ১৫:৪২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ May ২০২৩ ১৫:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। গত বছরের মতো এবারও ঢাকাসহ আট বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪২ জন শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়াই হবে প্রায় ৪২ জন শিক্ষার্থীর মধ্যে। 

গত বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: