odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিশ্বকাপে বাবরের ক্যাপ্টেন্সি নিয়ে অনিশ্চয়তা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৯ May ২০২৩ ১৭:৩৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৯ May ২০২৩ ১৭:৩৬

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠার দিনে সেঞ্চুরিও করেছেন পাকিস্তান দলের ক্যাপ্টেন বাবর আজম। দুর্দন্ত এ পারফর্মেন্সের পর বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাবর আজমকে তার ক্যাপ্টেন্সির ভবিষ্যত নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন।

জবাবে বাবর আজম বলেছেন, আমাকে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর কী হবে তা জানি না। কারণ, আমাকে এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিবিসি) এখনও কিছু জানায়নি।

তবে, পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়, পিবিসি চেয়ারম্যান নাজাম সেঠি ২০২৩ বিশ্বকাপের আগ পর্যন্ত বাবরকে ক্যাপ্টেন হিসেবে রাখতে চান। কিন্তু বিশ্বকাপে বাবার আজম ক্যাপ্টেন হিসেবে থাকবেন কিনা তা এখনও অনিশ্চিত।



আপনার মূল্যবান মতামত দিন: