odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৩ ২৩:২২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৯ মে ২০২৩ ২৩:২২

মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপদে বাংলাদেশ দল। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১১.১ ওভারে ৫২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যান লিটন কুমার দাস, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের উইকেট হারায় বাংলাদেশ। 

ইনিংসের প্রথম ওভারে জশ লিটলের শিকার হন লিটন দাস। লিটলের ফুললেংথ বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে ফেরেন লিটন। 

ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৫ রানে আউট হন আরেক ওপেনার তামিম ইকবাল। তিনি মার্ক এডেয়ারের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে কট বিহাইন্ড হন। 

দলীয় ৫২ রানে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি গ্রাহাম হিউমের বলে বোল্ড হয়ে ফেরেন। তার আগে ২১ বলে করেন ২০ রান। তার বিদায়ে ৫২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯১ রানে ব্যাট করছে বাংলাদেশ।  



আপনার মূল্যবান মতামত দিন: