odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

কোহলিদের হারিয়ে তিনে রোহিতরা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১০ May ২০২৩ ১৮:২১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১০ May ২০২৩ ১৮:২১

তিনি টি-২০ ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটার। তিনি আধুনিক ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি। তিনি এই মুহূর্তে আইপিএলে বোলারদের সবচেয়ে বড় ত্রাস। আর সেই ত্রাসই মঙ্গলবার মুম্বইয়ের 'মঙ্গল' এবং আরসিবির ‘শনি’ ডেকে আনলেন। সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে ওয়াংখেড়েতে বিরাট কোহলিদের স্রেফ গুঁড়িয়ে দিল মুম্বাই। 

প্লে-অফের লড়াইয়ে মঙ্গলবারের ম্যাচ ভীষণই গুরুত্বপূর্ণ ছিল দু’দলের জন্য। অনেকে এই ম্যাচকে ভারচুয়াল কোয়ার্টার ফাইনাল হিসাবেও বর্ণনা করেছিলেন। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবি ৬ উইকেটে ১৯৯ রান করল। ২০০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সাড়ে ৩ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল মুম্বই। আর এর নেপথ্যের নায়ক সূর্য একাই করে দিলেন ৮৩ রান। 



আপনার মূল্যবান মতামত দিন: