odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

না ফেরার দেশে ফুটবলার আন্তোনিও কারবাহাল

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১১ May ২০২৩ ০১:১১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১১ May ২০২৩ ০১:১১

পাঁচটি বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আন্তোনিও কারবাহাল আর নেই। মেক্সিকোর সাবেক এই গোলরক্ষক মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

ফুটবল ভক্তদের কাছে কারবাহাল পরিচিত ছিলেন ‘তোতা’ নামে। ১৯৫০ সালে ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপে প্রথমবার খেলেন তিনি। এরপর ১৯৫৪ সালে সুইজারল্যান্ড, ১৯৫৮ সালে সুইডেন, ১৯৬২ সালে চিলি এবং ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে খেলেছিলেন কারবাহাল। তার পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ড ৩২ বছর অক্ষত ছিল। ১৯৯৮ সালে জার্মানির সাবেক অধিনায়ক লুথার ম্যাথিউজ তার কীর্তি স্পর্শ করেছিলেন।

এখনও পর্যন্ত পাঁচটি বা তার বেশি বিশ্বকাপ খেলেছেন কারবাহালের দেশের রাফায়েল মার্কেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। কেউই এখনো কারবাহালকে টপকে যেতে পারেননি।



আপনার মূল্যবান মতামত দিন: