odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

প্লেয়ার অব দ্য মান্থ এর পুরস্কার পেলেন সাকিব

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১১ May ২০২৩ ১৫:৩১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১১ May ২০২৩ ১৫:৩১

ঘরের মাঠে গত মার্চ মাসে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেন সাকিব আল হাসান। দারুণ ফর্মে থেকে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন টাইগার অলরাউন্ডার। এবার মাস সেরার সেই পুরস্কার বুঝে পেলেন সাকিব।

বুধবার আইসিসি বিষয়টি নিশ্চিত করে। 

মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব।

আয়ারল্যান্ড সিরিজেও ব্যাটে-বলে পারফর্ম করেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট সংগ্রহ করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন সাকিব। গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট শিকার করেন সাকিব। 



আপনার মূল্যবান মতামত দিন: