odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১২ May ২০২৩ ১৬:৫৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১২ May ২০২৩ ১৬:৫৫

প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গেলেও পুনরায় সেই বাধা থাকবে না এমন আশায় আয়ারল্যান্ডের বিপক্ষে লিড নেওয়ার লক্ষ্য নিয়ে আজ কাউন্টি গ্রাউন্ড চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। 

পরিসংখ্যান বলছে, আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আছে বাংলাদেশই। এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে খেলেছে দুদল। ৯টিতে জয় ও দুটিতে হেরেছে বাংলাদেশ। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে প্রথমবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল আয়ারল্যান্ড। ২০১০ সালে বেলফাস্টে শেষবার বাংলাদেশকে হারিয়েছিল আইরিশরা। বাংলাদেশের বিপক্ষে যতগুলো ম্যাচ খেলেছে কোনোটিতেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আয়ারল্যান্ড। 

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিকাল ৩.৪৫ মিনিটে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। 



আপনার মূল্যবান মতামত দিন: