odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মোখার আতঙ্কে সেন্টমার্টিন দ্বীপ ছাড়ছেন বাসিন্দারা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ May ২০২৩ ১৮:৫১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ May ২০২৩ ১৮:৫১

ঘূর্ণিঝড়টি কক্সবাজার জেলা হয়েই স্থলভাগ অতিক্রম করতে পারে। তাছাড়া দেশি-বিদেশি বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র সতর্কবার্তা দিয়ে বলছে, উপকূলে আঘাত হানার সময় ব্যাপক বিধ্বংসী রূপ নিতে পারে ‘মোকা’। তাই ভয়ে সেন্টমার্টিন দ্বীপ ছাড়তে শুরু করেছেন অনেক বাসিন্দা।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ তীব্র বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে। তাই উপকূলজুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। বিশেষ করে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

এদিকে ‘মোকা’র ক্ষয়ক্ষতি মোকাবিলা ও জানমাল রক্ষায় তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে হাজার হাজার সাইক্লোন সেন্টার ও আশ্রয়কেন্দ্র। মজুত করা হচ্ছে শুকনো খাবারসহ আনুষঙ্গিক মালামাল। উপকূলীয় জেলা-উপজেলায় দফায় দফায় বৈঠক করছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। 



আপনার মূল্যবান মতামত দিন: