odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের তিনে বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ May ২০২৩ ২০:১৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ May ২০২৩ ২০:১৮

ইংল্যান্ডের চেমসফোর্ডে চলছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজটি আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভূক্ত। প্রথম ওয়ানডেটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেও ছিল বৃষ্টির বাধা। সেজন্য ম্যাচটি নেমে আসে ৪৫ ওভারে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে বড় লক্ষ্য তাড়া করে জয় লাভ করেছে বাংলাদেশ। 

এই জয়ের ফলে আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে টাইগাররা। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল চারে। ২২ ম্যাচে সংগ্রহ ছিল ১৩৫ পয়েন্ট। ২১ ম্যাচে ভারতের সংগ্রহ ১৩৯ পয়েন্ট। তবে আইরিশদের হারিয়ে আরো ১০ পয়েন্ট যোগ হওয়ায় বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ১৪৫-এ। ফলে ভারতের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে তিনে উঠে এসেছে বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন: