odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

আজ পিএসজির হয়ে মাঠে নামবেন মেসি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ May ২০২৩ ২০:৩২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ May ২০২৩ ২০:৩২

পিএসজি সুর নরম করেছিল আগেই। লিওনেল মেসি অনুশীলনে ফেরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়াটা ছিল সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো শুক্রবার। দুই সপ্তাহের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে মেসির।

আজ আজাকসিওর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচেই ফিরছেন তিনি। তাঁর সেরা একাদশে থাকার নিশ্চয়তা দিলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের, ‘আমার কথা হয়েছে মেসির সঙ্গে। সে অনুপ্রাণিত, দৃঢ়প্রতিজ্ঞ। শিরোপা জিততে চায় পিএসজির হয়ে। সে আগামীকালের (আজ) ম্যাচে শুরু থেকে থাকছে।’

চ্যাম্পিয়নস লিগে ভরাডুবি হলেও লিগ ওয়ানে অবশ্য আধিপত্য বিস্তার করছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিই। ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে পিএসজির আজকের প্রতিপক্ষ আজাকসিও রয়েছে তালিকার ১৮ নম্বরে। 



আপনার মূল্যবান মতামত দিন: