odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সম্প্রচারের জন্য নিজস্ব চ্যানেল খুলবে বিসিবি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ May ২০২৩ ২০:৫১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ May ২০২৩ ২০:৫১

দেশের মাঠে যেকোনো সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে কখনো ভাবতে হয় না বিসিবিকে। টাইগারদের খেলা সম্প্রচারে রীতিমতো লড়াই বেঁধে যায় চ্যানেলগুলোর মাঝে। তবে বিদেশ সফরে গেলেই ঘটে উল্টো ঘটনা, দেখা দেয় সম্প্রচার বিড়ম্বনা। যেই বিড়ম্বনা দূর করতে এবার নিজস্ব ‘স্পোর্টস চ্যানেল’ খুলতে আগ্রহী বিসিবি।

এই সমস্যার স্থায়ী সমাধানে নিজস্ব চ্যানেল খোলার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে এমনটাই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন,আমাদের হাতে দুটো অপশন আছে। প্রথমত, ইউটিউবে খেলা দেখানো। আর নয়তো টিভি চ্যানেল খোলা। আমরা যদি এখন চ্যানেল খুলতে যাই, তখন আবার সবাই বলবে আমরা খেলা দেখাব।

তিনি আরো বলেন, ‘এবার নিয়ে তৃতীয়বার এমন হলো, আমরা তো আর অপেক্ষা করতে পারব না। চ্যানেলগুলো যদি খেলা না দেখায়, তবে আমরা নিজস্ব চ্যানেল চালু করব। সেই চ্যানেলে সব খেলা দেখাবে, আমাদের যত খেলা আছে। এমনকি ঘরোয়া লিগও।’



আপনার মূল্যবান মতামত দিন: