odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

দীর্ঘদিন পর সেঞ্চুরি হাঁকালেন সৌম্য সরকার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ May ২০২৩ ১৮:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ May ২০২৩ ১৮:২৪

বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় এক আফসোসের নাম সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পথচলা শুরুর পর তিনি কোথায় হারিয়ে গেলেন। সেই যে ফর্ম হারালেন, আর ফিরেই পেলেন না! জাতীয় দল থেকে তো আগেই বাদ পড়েছেন। ঘরোয়া লিগেও দল থেকে বাদ পড়তে হয়েছে ভয়ডরহীন নান্দনিক এই ব্যাটারকে। অবশেষে আজ ঢাকা প্রিমিয়ার লিগের শেষদিনে তিনি পেলেন সেঞ্চুরির দেখা।

সুপার লিগের শেষ ম্যাচে আজ শনিবার লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছিল সৌম্য সরকারের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২৯৯ রানের টার্গেট তাড়ায় নেমে মোহামেডান জিতে যায় ১ বল এবং ৪ উইকেট হাতে রেখেই। ওপেনিংয়ে নেমে সৌম্য খেলেন ১১১ বলে ৭টি চার এবং ৪টি ছক্কায় ১০২ রানের ইনিংস। এর আগে মাশরাফিকে বাউন্ডারি মেরে ৬৫ বলে পূরণ করেন ফিফটি। এরপর ১০৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন মুক্তার আলীকে নান্দনিক শটে লং অন দিয়ে বাউন্ডারি মেরে। 



আপনার মূল্যবান মতামত দিন: