odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৫ May ২০২৩ ১৫:২৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৫ May ২০২৩ ১৫:২৮

আইপিএলের চলতি আসরের অন্যতম শীর্ষ দল রাজস্থান রয়্যালস আজ রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১১২ রানের বিশাল ব্যবধানে হেরেছে। সেই সঙ্গে একটা লজ্জার কীর্তিও গড়েছে দলটি। রাজস্থানের দুই ওপেনার জস বাটলার এবং জসশ্বী জয়সওয়াল ‘ডাক’ মেরেছেন। অবশ্য আইপিএলে রাজস্থানের এমন লজ্জার কীর্তি এই প্রথম নয়। ১৪ বছর আগেও এমন ঘটনা ঘটেছিল। 

বেঙ্গালুরুর দেওয়া ১৭২ রানের টার্গেট তাড়ায় নেমে জয়সওয়াল এবং বাটলার দুজনেই দুটি করে বল খেলে আউট হয়ে যান। অথচ আগের ম্যাচেই অপরাজিত ৯৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন জয়সওয়াল। আজ দুই ওপেনারের ‘ডাক’ রাজস্থানকে ফিরিয়ে নিয়ে গেল ২০০৯ আইপিএলে। সেই আসরে তখনকার দল ডেকান চার্জার্সের বিপক্ষে রাজস্থানের দুই ওপেনার গ্রাহেম স্মিথ এবং স্বপ্নিল আসনোদকার শূন্য রানে আউট হয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: