odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চবির ভর্তি পরিক্ষা শুরু হলো ১৫ মিনিট দেরিতে

সোহেল রানা, চবি প্রতিনিধি | প্রকাশিত: ১৬ May ২০২৩ ২০:০৩

সোহেল রানা, চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬ May ২০২৩ ২০:০৩

রাস্তায় প্রচণ্ড যানজটে এবং ট্রেনের শিডিউল বিঘ্ন ঘটার কারণে যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছাতে পারছেন না ভর্তি পরীক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'এ' ইউনিটের পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষা।


বুধবার (১৬ মে) বেলা ১১টার দিকে ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের কো-অর্ডিনেটর বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নন্দীর হাটে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে শুনেছিলাম।
এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১৫ মিনিট পরে পরীক্ষা শুরু হয়।

একইভাবে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠেয় দ্বিতীয় শিফটের পরীক্ষাও পিছিয়ে ৩টা ৪৫ মিনিটে শুরু হতে পারে।
প্রথম শিফটের পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী। চার শিফটে অনুষ্ঠিত হবে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। ১৬ ও ১৭ মে অনুষ্ঠেয় 'এ' ইউনিটের পরীক্ষায় সর্বমোট অংশগ্রহণ করবেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তি পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৬২ জন।

প্রতিদিন সকালের শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৩টায়। তবে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে পরীক্ষার ১ ঘণ্টা ১৫ মিনিট আগে। এ বছর ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরিন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সর্বমোট ২ লাখ ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায়। আসন প্রতি লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

 



আপনার মূল্যবান মতামত দিন: