odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করল ফিফা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৮ May ২০২৩ ২২:৩০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৮ May ২০২৩ ২২:৩০

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের লোগো প্রকাশ করা হয়েছে। লস অ্যাঞ্জেলসে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ লোগে উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও দুইবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও।

লোগোর ব্যাকগ্রাউন্ডে ‘২০২৬’ টাইফোগ্রাফির ওপরে বিশ্বকাপের শিরোপা বসানো হয়েছে। এরই মাধ্যমে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ লোগোতে অফিসিয়াল ট্রফি ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানে ফিফা সবাইকে ‘উই আর ২৬’ ক্যামপেইনের সাথেও পরিচয় করিয়ে দিয়েছে।

‘উই আর ২৬’ বলতে ফিফা বুঝিয়েছে ‘মানুষ, সম্প্রদায় ও স্থানকে’। অর্থাৎ, ২০২৬ আসর যেহেতু তিনটি দেশজুড়ে হবে, তাই সবগুলো স্থানের পাশাপাশি তাদের সম্প্রদায় ও মানুষকে এই ক্যামপেইনে যুক্ত করা হয়েছে।

এই ব্যাপারে ফিফা সভাপতি বলেন, ‘এটা হচ্ছে সেই মুহূর্ত যখন তিনটি দেশ ও একটি পুরো মহাদেশ একসাথে বলে: সর্বকালের সবচেয়ে বড়, সেরা এবং সবার জন্য উন্মুক্ত ফিফা বিশ্বকাপ উপহার দেয়ার জন্য পুরো বিশ্বকে স্বাগত জানাতে আমরা একত্রিত হয়েছি। 



আপনার মূল্যবান মতামত দিন: