odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সারাদেশে আজ গুচ্ছ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ May ২০২৩ ১৯:২৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ May ২০২৩ ১৯:২৩

মানবিক অনুষদের (বি ইউনিট) পরীক্ষা দিয়ে আজ শুরু হচ্ছে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা। এই অনুষদে মোট আসন রয়েছে ৭ হাজার ৭শ ৪৬টি। এতে আবেদন করেছেন ৯৬ হাজার ৪শ ৩৪ জন, আসন প্রতি লড়বেন ১৩ জন ভর্তিচ্ছু।

আজ শনিবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে তৃতীয়বারের মতো একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরীক্ষাটি এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের বহুনির্বাচনিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পরীক্ষায় পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৩০।



আপনার মূল্যবান মতামত দিন: