odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

কোয়াবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২০ May ২০২৩ ২২:১১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২০ May ২০২৩ ২২:১১

২০০৪ সালে প্রতিষ্ঠার ১৯ বছর পর আজই প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় বসেছিল বিশাল স্টেজ। সেখানে উপস্থিত ছিলেন হাজারখানেক ক্রিকেটার।

বড় তারকারা না থাকলেও সাবেক ও বর্তমান ক্রিকেটারদের একটা মিলনমেলা বসেছিল মিরপুরে।

এখানে বেছে নেওয়া হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব। বার্ষিক সাধারণ সভার পর নতুন মোড়কে পুরনো নেতৃত্বই পেয়েছে ক্রিকেটারদের সংস্থাটি। সংগঠনটির কমিটির নেতৃত্বে আসতে আগ্রহীদের নাম চাওয়া হয়। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো নাম আসেনি। 

পরে বিসিবি পরিচালক তানভীর আহমেদ সভাপতি হিসেবে নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক হিসেবে দেবব্রত পালের নাম প্রস্তাব করেন। তখন উপস্থিত কাউন্সিলররা হাত তুলে তার প্রস্তাবে সমর্থন জানান। প্রায় ১১ বছরের বেশি সময় ধরে নেতৃত্ব দেওয়ার পর আবারও তারাই এলেন। এবারের এজিএমে নারী ক্রিকেটারদেরও কোয়াবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: