odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

জবিতে গুচ্ছে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি | প্রকাশিত: ২০ May ২০২৩ ২২:১৬

জবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ May ২০২৩ ২২:১৬

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের (ইউনিট-বি) পরীক্ষা অনুষ্ঠিত
আজ (২০ মে ২০২৩-শনিবার) GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিভিন্ন হল পরিদর্শন করেন।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান এবং প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, " নিয়ন্ত্রিতভাবে ও স্বচ্ছতার সাথে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো ঘটনার সুযোগ নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার। যেহেতু ২২ টি বিশ্ববিদ্যালয়ের ব্যাপার আমরা যথেষ্ট মানবিক হয়ে সকলের পরীক্ষার ব্যব্স্থা করেছি।"



আপনার মূল্যবান মতামত দিন: