odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

লিডে বাংলাদেশে

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৮ August ২০১৭ ১৬:৪০

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৮ August ২০১৭ ১৬:৪০

অস্ট্রেলিয়াকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পেল ৪৩ রানের। প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল বাংলাদেশ। সাকিব তার পঞ্চম উইকেটটি নিয়ে অস্ট্রেলিয়াকে অলআউট করেন। শেষ ব্যাটসম্যান জশ হ্যাজলউডকে ৫ রানে ইমরুলের ক্যাচ বানান তিনি।

দ্বিতীয় দিনের শুরুতেও পিচ ছিল স্পিনারদের অনুকূলে। যার পুরো সুবিধা নিয়েছিল বাংলাদেশের স্পিনাররা। আগের দিন ১৪ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে হয়েছিল ৮ উইকেটে ১৪৪ রান। ২৬০ রান করা বাংলাদেশ বড় লিড নেওয়ার আভাস দিয়েছিল। কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলেন অ্যাস্টন অ্যাগার ও প্যাট কামিন্স। চা বিরতি পর্যন্ত ছিল তাদের প্রতিরোধ।

৮ উইকেটে ১৯৩ রানে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া। এর পর শেষ সেশনের তৃতীয় ওভারে কামিন্সকে ২৫ রানে বোল্ড করেছেন সাকিব। তার ইনিংস ছিল ৯০ বলের। অ্যাগার ৪১ রানে খেলছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: