odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৯:৪৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৯:৪৩

বাংলাদেশ আর ওমান। হকির মানদণ্ডে খুব বেশি হেরফের নেই দুই দলের মধ্যে। এই দ্বৈরথও খুব জমে মাঠে। তবে বাংলাদেশ কোচ নিজেদের ফেভারিট ভেবেই আজ স্বাগতিক ওমানের বিপক্ষে নামছে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে। 

ওমানের সালালাহ শহরে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। মাঠ নিয়ে মামুনুর রশীদ বলেন, ‘টানা তিন দিন অনুশীলন করে দেখেছি, মাঠটা বেশ ধীরগতির। পুরনো মাঠ, আগে এখানে খেলা হয়নি। পুল করলে অনেক বেশি শক্তি দিতে হয়। এটা একটা সমস্যা।’ মাঠের কারণেই হয়তো খেলার ছন্দ নষ্ট হতে পারে, গতি কমে যেতে পারে। এ ছাড়া আর কোনো সমস্যা দেখছেন না প্রিন্স লাল সামন্ত। নইলে বাংলাদেশ দলের অধিনায়ক নিজেদের এগিয়ে রাখছেন গুণে ও মানে- ‘আমাদের দলে কোনো ইনজুরি সমস্যা নেই। আমার বিশ্বাস, প্রতিপক্ষের চেয়ে আমরা স্কিল ও টেকনিকে এগিয়ে। নিজেদের খেলাটা খেললেই আমরা জিতব।



আপনার মূল্যবান মতামত দিন: