odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

আইপিএলে প্লে অফে আজ মুখোমুখি গুজরাট-চেন্নাই

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৯:৫৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৯:৫৭

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ পর্বের খেলা। প্লে-অফে ওঠা দলগুলো হলো- গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ানস। গ্রুপ পর্বের ১৪ ম্যাচ শেষে গুজরাটের পয়েন্ট ২০, চেন্নাইয়ের ১৭, লখনউয়ের ১৭ ও মুম্বাইয়ের ১৬। প্লে-অফ খেলতে না পারা রাজস্থানের পয়েন্ট ১৪, বেঙ্গালুরুর ১৪, কলকাতার ১২, পাঞ্জাবের ১২, দিল্লির ১০ আর হায়দরাবাদের ৮।

আজ প্রথম কোয়ালিফায়ারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট। এতে যারা জিতবে, তারা চলে যাবে ফাইনালে। হারা দলেরও একটি সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। 

প্লে-অফ

প্রথম কোয়ালিফায়ার
২৩ মে : গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস, ভেন্যু-চেন্নাই। 



আপনার মূল্যবান মতামত দিন: