odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ম্যারাডোনার ফেসবুক আইডি হ্যাক: অপ্রীতিকর পোস্ট

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৪ May ২০২৩ ২৩:২৯

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৪ May ২০২৩ ২৩:২৯

ম্যারাডোনার মৃত্যুর আড়াই বছর পরেও তাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কথা জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম। প্রয়াত কিংবদন্তির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে, ‘আমি মারা যাইনি। আপনারা জানেন যে আমার মৃত্যুর খবর মিথ্যা।’

এই পোস্টের পরই সামাজিক মাধ্যমে তোলপাড় হয়ে ওঠে। ম্যারাডোনার আত্মীয় স্বজন এবং ম্যানেজমেন্ট হ্যাকিংয়ের অভিযোগ এনেছেন। ভক্তদের সবাইকে হ্যাকিং আইডি থেকে হওয়া পোস্টগুলো উপেক্ষা করে পরিবার বলেছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ডিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টা করছে পরিবার।’ 

উল্লেখ্য, গতকাল হ্যাকাররা ম্যারাডোনার ফেসবুক আইডি হ্যাক করে এবং বিব্রতকর পোস্ট করে যা মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। 



আপনার মূল্যবান মতামত দিন: