odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আবৃত্তিকার মনিমউদদৌলা চৌধুরীর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদের শোক প্রকাশ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৫ May ২০২৩ ০৫:৫১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৫ May ২০২৩ ০৫:৫১

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ ও আবৃত্তিকার জনাব মনিমউদদৌলা চৌধুরী গতকাল সকাল সাড়ে নয়টায় না ফেরার দেশে চলে গেছেন। (ইন্নালিল্লাহে … রাজেউন।)

বীর মুক্তিযোদ্ধা মনিমউদদৌলা'র মৃত্যুতে শোক প্রকাশ করেছে চাঁপাইনবাবগঞ্জ বঙ্গবন্ধু পরিষদ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহা. শামসুজ্জামান বাবু এক শোক বার্তায় জানান, তিনি দেশ ও মানুষের পক্ষে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। একজন দেশদরদী ও সুবক্তা হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন। তাঁর আকষ্মিক মৃত্যুতে আমরা কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ থেকে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

আমরা মহান আল্লাহতায়ালার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতবাসী করার জন্য প্রার্থনা করছি।



আপনার মূল্যবান মতামত দিন: