odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ভাঙা পা নিয়ে পরীক্ষা দিলেন মানসুরা

ইবি প্রতিনিধি | প্রকাশিত: ২৮ May ২০২৩ ০২:২৩

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮ May ২০২৩ ০২:২৩

 মা বাবার স্বপ্ন পূরণ করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুচ্ছভুক্ত ব্যবসায় শাখার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভাঙা পা নিয়ে পরীক্ষা দিয়েছেন মানসুরা রহমান নামে এক অদম্য পরীক্ষার্থী। ভাঙা পা নিয়ে চেয়ারে বসতে না পারলেও মেঝেতে বসেই পরীক্ষা সম্পন্ন করেন মাইসুরা।

শনিবার (২৭ মে) বেলা ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় অনুষদ ভবন কেন্দ্রের নিচতলার ১০৫ নং কক্ষে ওই ভর্তিচ্ছু শিক্ষার্থীর বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা যায়, রিকশা উল্টে যাওয়ার কারণে গত ৫ মে পা ভেঙে যায় তার। ভাঙা পা নিয়েই এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।

মানসুরা কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। স্বপ্ন ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করার। তাই নিজের স্বপ্ন পূরণে লড়াই করছেন শারীরিক অসুস্থতা নিয়েও।

পরীক্ষা শেষে তিনি বলেন, পরীক্ষা ভালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা অনেক সাহায্য করেছে। যদি চান্স হয় তাহলে ইবির ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করতে চাই এবং মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই।


তিনি আরও বলেন, আমার সঙ্গে আমার মা-বাবা এসেছেন। তারা আমার জন্য সব সময় লড়াই করে যাচ্ছেন। আমার পাশে তারা আছেন বলেই ভরসা পাচ্ছি। মা-বাবার স্বপ্ন পূরণ করতে চাই। তাদের এই কষ্ট সার্থক হবে যদি আমি আমার এই ভর্তিযুদ্ধে সফল হতে পারি।

 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, মেয়েটি যেহেতু পা নিয়ে চেয়ারে বসতে পারে না, তাই তার সুবিধার্থে নিচে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। 



আপনার মূল্যবান মতামত দিন: