odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

কোরিয়াকে হারালেই বিশ্বকাপে যাবে বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৮ May ২০২৩ ১৯:৪৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৮ May ২০২৩ ১৯:৪৭

জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ এক উপলক্ষের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপের চৌহদ্দিতে পা ফেলতে পারে বাংলাদেশ। তবে সেই লক্ষ্য পূরণে কোরিয়ার বিপক্ষে আজ জিততে হবে যুবাদের।

এই জয়ে বাংলাদেশ এশিয়া কাপের সেমিতে নাম লেখানোর পাশাপাশি পেয়ে যাবে আগামী যুব বিশ্বকাপেরও টিকিট। ওমানের সালালায় স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় (বাংলাদেশ সময় পৌনে ৮টায়) শুরু হবে ম্যাচটি। 

ওমান থেকে দলের সমন্বয়ক মাহবুব এহসান রানা বলেছেন,কোনোভাবেই এই সুযোগ হারাতে চাই না। একটা ম্যাচ জিতলেই আমরা বিশ্বকাপে যাব, এমন উপলক্ষ তো এর আগে কখনো আসেনি। খেলোয়াড়রা এই ম্যাচ নিয়ে উজ্জীবিত। 



আপনার মূল্যবান মতামত দিন: