odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইত্তিহাদের হয়ে খেলতে আগ্রহী বেনজামা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১ June ২০২৩ ২১:২১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১ June ২০২৩ ২১:২১

সংবাদ মাধ্যম ফুট মার্কেতো দাবি করেছে, চলতি মৌসুমে সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ ফ্রান্স স্ট্রাইকার বেনজেমাকে ওই চুক্তির প্রস্তাব দিয়েছে। দুই বছরের চুক্তির প্রস্তাবে ক্লাবটি ৪০০ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বেতন দিতে চেয়েছে। 

 
বেনজেমার সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হচ্ছে জুনে। তবে বেনজেমাকে আরও এক মৌসুমের চুক্তি দিতে চেয়েছিল মাদ্রিদ ভিত্তিক ক্লাবটি। থাকার ইচ্ছেও ছিল বেনজেমারও। তবে সৌদি ক্লাবের আকর্ষণীয় বেতনে ঝুঁকে পড়েছেন তিনি।


আপনার মূল্যবান মতামত দিন: