odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ

সোহেল রানা, চবি প্রতিনিধি | প্রকাশিত: ১ June ২০২৩ ২১:২৮

সোহেল রানা, চবি প্রতিনিধি
প্রকাশিত: ১ June ২০২৩ ২১:২৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে আবারও শাখা ছাত্রলীগের দুই পক্ষ 'সিএফসি' ও 'সিক্সটি নাইন' এর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে প্রক্টর আহত হয়েছে বলে জানা যায়।প্রক্টর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চবি নিরাপত্তা কর্মকর্তা শেখ আব্দুর রাজ্জাক।

গতকাল বুধবার রাত ১০টার দিকে খাবারের হোটেলে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী প্রক্টর, পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল-সংলগ্ন একটি হোটেলে সংঘর্ষের সূত্রপাত হয়, যা থেমে থেমে প্রায় রাত ১২টা পর্যন্ত চলে। সংঘর্ষে পাঁচজন ছাত্র আহত হয়ে চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব।



আপনার মূল্যবান মতামত দিন: