odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সিরি ‘এ’র বর্ষসেরা খেলোয়াড় কাভিচা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৪ June ২০২৩ ২১:১৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৪ June ২০২৩ ২১:১৫

৩৩ বছর পর সিরি ‘এ’র শিরোপা জিতেছে নাপোলি। দলটির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন উইঙ্গার কাভিচা কাভারাটখেলিয়া। এবারের সিরি ‘এ’ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

আজ রাতে মৌসুমের শেষ দিনে ঘরের মাঠে সাম্পদোরিয়াকে আতিথ্য দিবে চ্যাম্পিয়ন নাপোলি। 

এই ম্যাচের আগে কাভারাটখেলিয়ার হাতে বর্ষসেরার ট্রফি তুলে দেওয়া হবে। সেই সঙ্গে বর্ষসেরা কোচ হিসেবে নাপোলির লুসিয়ানো স্পালেত্তিও পুরস্কার গ্রহণ করবেন।

ম্যাচ শেষে নাপোলির হাতে বহুল আকাঙ্খিত লিগ শিরোপা ট্রফিও হস্তান্তর করা হবে। পাঁচ ম্যাচ হাতে রেখেই এবারের আসরে শিরোপা নিশ্চিত করেছিল নাপোলি। 



আপনার মূল্যবান মতামত দিন: