odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
বিসিসি নির্বাচন 

বরিশালে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ June ২০২৩ ০৩:০৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ June ২০২৩ ০৩:০৯

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনের আগের ও পরের দিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

বরিশাল জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে জানানো হয় আজ রবিবার (১১জুন) দিবাগত রাত ১২টা থেকে সোমবার (১২ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজে যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও দূরপাল্লার যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার  ৪৮৯ জন। এই সিটিতে ৩০টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ১২৬টি, মোট ভোটকক্ষ ৮৯৪টি। সব কেন্দ্র সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: