odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

অনুশীলন শেষে তামিম-তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত: হাতুরুসিংহে

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ June ২০২৩ ২২:১১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ June ২০২৩ ২২:১১

চন্দিকা হাতুরাসিংহে যখন পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে মাঠ ছাড়ছিলেন, তখন তামিম ইকবাল আর মুশফিকুর রহিমকে দেখা যায় ইনডোরের নেটে যেতে।

তামিমের বিষয়ে হাতুরাসিংহে বলেছেন, ‘আজ সে অনুশীলন করবে এবং দেখবে কেমন অনুভব করে। আগের দিন অনুশীলনের সময় সে কিছুটা অস্বস্তি বোধ করেছিল। আজও অনুশীলন করবে। অনুশীলন শেষে আমরা তার অবস্থা দেখব।’

তাসকিনকে নিয়ে মূল চিন্তার জায়গা হলো তার ওয়ার্কলোড। বাকি সব ঠিক আছে বলেই জানালেন হাতুরা, ‘তাসকিন এখন পর্যন্ত দারুণ অনুশীলন করেছে। আমি মনে করি শারীরিকভাবে সে সেরা অবস্থায় আছে। বোলিং ওয়ার্কলোডটাই দুশ্চিন্তার কারণ। তাকেও আমরা আজকের অনুশীলন শেষে দেখব। এরপর সিদ্ধান্ত নেব।’



আপনার মূল্যবান মতামত দিন: