odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

প্রথম ইনিংসে ৩৮২ রানে থামল বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৫ June ২০২৩ ১৯:২৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৫ June ২০২৩ ১৯:২৪

মুশফিক-মিরাজ জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাদের কল্যাণেই গতকাল শেষ বিকালে রঙ ছড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু দিনশেষে রাতের বিরতিতেই যেন টাইগার শিবিরে ছন্দপতন।

আজ ১১ রান যোগ করতেই দুই স্বীকৃত ব্যাটার মুশফিক-মিরাজকে হারায় বাংলাদেশ। ডাক খেয়ে ফেরেন তাইজুলও। 

প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রানের সংগ্রহ পান টাইগাররা। মিরাজ-মুশফিকের ৭২ রানের জুটিতে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনে অর্ধশতক পূরণের সুযোগ ছিল দুজনেরই। কিন্তু নতুন বলে খেলা শুরুর পরই আউট হন মিরাজ। এর পর পরই ফিরে যান মুশিও। 

মিরাজ মুশির পর মাসুদের একই ওভারে ক্যাচ তুলে আউট হন তাইজুল ইসলামও। রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন তিনি। পরবতী ব্যাটাররা কোনো সুবিধা করতে পারেনি। ফলে ৩৮২ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। 



আপনার মূল্যবান মতামত দিন: