odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

‘মিনিস্টার ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭’ শুরু

ডেক্সবার্তা | প্রকাশিত: ১২ September ২০১৭ ১৬:৫৩

ডেক্সবার্তা
প্রকাশিত: ১২ September ২০১৭ ১৬:৫৩

শুরু হলো মিনিস্টার ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারে আসরের পৃষ্ঠপোষক মিনিস্টার ফ্রিজ। আজ সকাল ১০টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন, এমপি। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মাই ওয়ান ইলেক্ট্রনিক্স ও মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের (মিনিস্টার ফ্রিজ)-এর চেয়ারম্যান জনাব এম এ রাজ্জাক খান। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্কের (মিনিস্টার ফ্রিজ)-এর উর্ধ্বতন কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার রায়, ডিআরইউ সহ-সভাপতি আবু দারদা যোবায়ের, সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য নূরুল ইসলাম হাসিব, হাবীবুর রহমান, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুমন, মাইনুল হাসান সোহেল, ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মজিবর রহমান, আমিনুল হক মল্লিক, সাহাব উদ্দিন সাহাব, কাজী শহীদুল আলম, মোস্তফা কামাল ও পরাগ আরমান।
উদ্বোধনী দিনে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়, প্রথম ম্যাচে ভোরের কাগজ ১-০ গোলে করতোয়াকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ভোরের কাগজের শামসুজ্জামান শামস। দ্বিতীয় ম্যাচে আমাদের সময় ৩-০ গোলে আজকালের খবরকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের আরিফুজ্জামান মামুন। তৃতীয় ম্যাচে ইউএনবি ২-০ গোলে যায়যায়দিনকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ইউএনবির জোনায়েদ শিশির। চতুর্থ ম্যাচে মানবজমিন ২-০ গোলে মানবকণ্ঠকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন মানবজমিনের আল আমিন। পঞ্চম ম্যাচে নয়াদিগন্ত ৩-০ গোলে নিউ নেশনকে পারাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের অতিথি খেলোয়াড় শফিক কলিম। পরের ম্যাচে চ্যানেল ২৪, শেয়ারবিজকে ৪-০ গোলে হারায়। ম্যাচ সেরা হয়েছেন চ্যানেল ২৪ এর অতিথি খেলোয়াড় জুয়েল। দিনের শেষ ম্যাচে এনটিভি ২-০ গোলের ব্যবধানে আমাদের অর্থনীতিকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের হাসান জাভেদ। নিউ এইজ মাঠে না আসায় যুগান্তর ওয়াক ওভার লাভ করেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এবং মিনিস্টার ফ্রিজের পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার গড়বো বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন: