odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th January 2026, ২৫th January ২০২৬

জঙ্গলে এক হাজার বছরের পুরোনো শহর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ June ২০২৩ ১৫:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ June ২০২৩ ১৫:৩১

বিশাল বন। এর একটি অংশে মিলেছে পিরামিডের মতো উঁচু ভবন, পাথরের দেয়াল, বিশাল আকৃতির পাথরসহ মানব সভ্যতার নানা নিদর্শন। দক্ষিণ মেক্সিকোর ক্যাম্পেচে রাজ্যের একটি জঙ্গলে এমনই অজানা এক প্রাচীন মায়া শহর আবিষ্কার করেছেন গবেষকরা।


প্রত্নতত্ত্ববিদরা বলছেন, এটি সম্ভবত এক হাজার বছর বছরেরও বেশি সময় আগে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় শহর ছিল। মেক্সিকোর নৃবিজ্ঞান ইনস্টিটিউট (আইএনএএইচ) মঙ্গলবার এ তথ্য জানায়।


আইএনএএইচ ইনস্টিটিউট বলেছে, শহরের মধ্যে বড় পিরামিডসদৃশ ভবন, পাথরের স্তম্ভ, তিনটি প্লাজা ‘ইমপোজিং ইমারত’ এবং অন্যান্য কাঠামো রয়েছে। সেখানে পাওয়া মাটির পাত্র পর্যবেক্ষণ করলে মনে হয় সেখানে ৬০০ থেকে ৮০০ খ্রিষ্টাব্দের মধ্যে মানুষ বসবাস করত।
এই সময়কাল মূলত লেইট ক্ল্যাসিক নামে পরিচিত। প্রত্নতাত্ত্বিকরা স্থানটির নাম দিয়েছেন ওকমটান। এর অর্থ পাথরের কলামের জন্য মায়ান।

 



আপনার মূল্যবান মতামত দিন: