odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বাবরকে পেছনে পেলে শাই হোপের নতুন রেকর্ড

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৩ June ২০২৩ ২০:০২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৩ June ২০২৩ ২০:০২

বিরাট কোহলিকে আগেই পেছনে ফেলেছিলেন, এবার বাবর আজমকেও ছাড়িয়ে গেলেন শাইহোপ। বৃহস্পতিবার আইসিসি বিশ্বকাপের বাছাইপর্বে নেপালের বিপক্ষে খেলতে নেমে তাদের ছাপিয়ে যান হোপ। ১৩২ রানের ইনিংস খেলার পথে আরো বেশ কিছু রেকর্ডের মালিক বনে যান তিনি।

বৃহস্পতিবার হোপ যখন ব্যাটিংয়ে নামেন, ততক্ষণে মোটে ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দলের হাল ধরেন তিনি, শেষ ওভারে যখন আউট হলেন, দলীয় সংগ্রহ তখন ৩৩৫। এর মাঝে শাইহোপ তুলে নেন ক্যারিয়ারের ১৫তম শতক।

ক্যারিয়ারের পনেরো শতকের ৯টাই শাইহোপ করেছেন ২০১৯ বিশ্বকাপের পর। যা গত চার বছরের সর্বোচ্চ শতকের রেকর্ড। এই সময়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেনি আর কোনো ব্যাটার। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। ২০১৯ বিশ্বকাপের পর বাবর করেন মোট আটটি ওডিআই সেঞ্চুরি।



আপনার মূল্যবান মতামত দিন: