odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সিরাজদখানে বিরোধপূর্ণ সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৭ June ২০২৩ ০৬:২৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৭ June ২০২৩ ০৬:২৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিরোধপূর্ণ সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আতিক গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল  গ্রামে। 

গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখাযায়,  সতুর চর-বাসাইল কাঁচা সড়ক সংলগ্ন জমিতে কাঠ দিয়ে একটি টিন সেট ছাপড়া ঘর নির্মাণ করা হচ্ছে। সিমেন্টের খুটির উপর ঘরটির চালের ছাউনি দেওয়া হয়েছে। সেখানে ঘর নির্মাণের শ্রমিকেরা কাজ করছে। পাশের অন্য একটি জমি থেকে মাটি কেটে এনে ঘরের ভিটিতে ফেলা হচ্ছে। 

জানা যায়, বাসাইল মৌজার আরএস ৩৬নং খতিয়ানের ৪৬৪ ও ৪৬৬নং দাগের জমি নিয়ে আঃ হান্নান গংরা মিলে আইয়ুব খান গংদের বিরুদ্ধে আদালতে ২০২১ সালে একটি মামলা করেন। মামলাটি বর্তমানে চলমান থাকায় মামলার বিবাদী আইয়ুব খান জায়গাটিতে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে। কেন সেখানে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হইবে না সেই মর্মে আদালত থেকে ৭দিনের মধ্যে একটি কারণ দর্শাই বানোটিশ প্রদান করা হয় মামলার বাদীগনদেকে। তবে নোটিশ প্রাপ্তি ৭ দিন অতিবাহিত হলেও তারা কোন রকমের নোটিশের জবাব না দিয়েই সেখানে ঘর নির্মাণ করছে। এ ছাড়া উক্ত জমির বিষয় নিয়ে আইয়ুব খান  সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করে। ডায়েরি মতে বিরোধপূর্ণ  সম্পত্তিতে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থায় থেকে আইন-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশিত দন্ডবিধি ১৫৪ ধারায় আতিক শেখ, মান্নান শেখ, শহীদ মাঝি ও আরিফ হোসেন খানকে নোটিশ প্রদান করা হয়। 

এ বিষয়ে আইয়ুব খান বলেন, জমিটির আরএস রেকর্ডীয় মালিক আমরা। এটা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ বিষয়ে আদালত যেই সিদ্ধান্ত দিবে আমরা সেটি মেনে নিব। 

এ বিষয়ে আতিক বলেন, এটা আমাদের পৈত্রিক সম্পত্তি  জায়গাটি নিয়ে রাষ্ট্রের সাথে রেকর্ড সংশোধনের মামলা চলছে। এখানে আইয়ুব খানের কোন মালিকানা নেই। তারা অযথা বিভিন্নভাবে আমাদের হয়রানি করছে। 



আপনার মূল্যবান মতামত দিন: