odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

বাংলাদেশিদের আবেগ দেখে আমি অভিভূত: মার্টিনেজ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৪ জুলাই ২০২৩ ১৪:৪০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৪ জুলাই ২০২৩ ১৪:৪০

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম মহানায়ক এমিলিয়ানো মার্তিনেজ। সোমবার মাত্র ১১ ঘণ্টার ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন মার্তিনেজ। কিন্তু তার দেখা পেলেন না ফুটবল অনুরাগীরা।

এদিকে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক মার্তিনেজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী ফুটবল বিশ্বকাপ শিরোপা জয়ে অবদানের জন্য আর্জেন্টিনার এই ফুটবলারের প্রশংসা করে বলেন, আপনি সেই ব্যক্তি, যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সাফল্য কামনা করি।

শেখ হাসিনা বলেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এবং বাংলাদেশিরা এই খেলার অনুরাগী। প্রধানমন্ত্রী তার পরিবার একটি ক্রীড়াপ্রেমী পরিবার উল্লেখ করে বলেন, আমার বাবা ও দাদা ফুটবলার ছিলেন। তিনি জানান, ফুটবল ও অন্যান্য খেলার প্রসারে তার সরকার সারা দেশে মিনি স্টেডিয়াম স্থাপন করছে। বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছে জেনে অভিভূত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। তিনি বলেন, আমি এখানে এসে খুব আনন্দিত এবং ফুটবলের প্রতি বাংলাদেশিদের আবেগ দেখে খুশি।



আপনার মূল্যবান মতামত দিন: