odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

অশ্রুসিক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন 'তামিম'

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২৩ ২১:১৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৬ জুলাই ২০২৩ ২১:১৮

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল খান।  

বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম।

এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এ বাঁহাতি ব্যাটার, তিনি এসময় চোখের পানি আটকে রাখতে পারেননি। সংবাদ সম্মেলনে তামিমের হুবহু বক্তব্য ছিল এমন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

অবসর পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ। ’

এর আগে, ২০২২ সালের জুলাইতে আকস্মিক ফেসবুক পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: