odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ম্যানইউকে বিদায় জানালেন দে হেয়া

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৯ July ২০২৩ ২০:১৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৯ July ২০২৩ ২০:১৬

কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন স্প্যানিশ গোলকিপার দাভিদ দে হেয়া। এরপর কেটে গেছে ১২ বছর। এক যুগের সম্পর্ক ছিন্ন করে এখন নতুন চ্যালেঞ্জের খোঁজে রয়েছেন এই গোলরক্ষক। ম্যানইউ ছাড়লেন তিনি।

ম্যানইউয়ের সঙ্গে এই বছরেই চুক্তি শেষ হয়ে গেছে দে হেয়ার। নতুন করে আর চুক্তি বাড়াতে চাননি তিনি। বিদায় বেলায় তিনি বললেন, ‘গত ১২ বছরের ভালোবাসার জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে এই ক্লাবে নিয়ে আসার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। নতুন চ্যালেঞ্জ গ্রহণের, নিজেকে আবার নতুন পরিবেশে টেনে নেওয়ার সঠিক সময় এটি। ম্যানচেস্টার সবসময় আমার হৃদয়ে থাকবে।’

২০১১ সালে ১৮.৯ মিলিয়ন পাউন্ডে আতলেতিকো মাদ্রিদ থেকে ইউনাইটেডে আসেন দে হায়া। ১২ বছরে রেড ডেভিলদের হয়ে ৫৪৫ ম্যাচ খেলেছেন তিনি। 

এদিকে, দে হেয়ার জায়গা পূরণ করতে ইন্টার মিলান থেকে ক্যামেরুনিয়ান গোলরক্ষক আন্দ্রে ওনানাকে নেওয়ার চেষ্টা করছে ম্যানইউ। 



আপনার মূল্যবান মতামত দিন: