odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
রাজশাহীতে

জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১০ July ২০২৩ ২২:৪৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১০ July ২০২৩ ২২:৪৮

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। আজ সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) ও তার বড় ভাই নাইমুল (৭০)।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা ৩ জনকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য আরও সংঘর্ষ মোকাবেলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: