odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের কাছে বাংলাদেশ নারী দলের হার

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩ ২৩:৫১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩ ২৩:৫১

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ মুখোমুখি হয়েছিল স্বাগতিক বাংলাদেশ ও ভারত। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ২২৯ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ১০৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে নিগার সুলতানাদের।

প্রথম ওয়ানডেতে জিতেছিল বাংলাদেশ। তাই আজ জিতলেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের হয়ে যেত। ২২৯ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৬ রান। এরপর আর ১৪ রান তুলতে গিয়ে হারায় বাকি ৭ উইকেট। 



আপনার মূল্যবান মতামত দিন: