odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ভারতের বিপক্ষে সাফল্যে ৩৫ লাখ টাকা পুরস্কার পাচ্ছে নারী দল

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৩ July ২০২৩ ২৩:৪৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৩ July ২০২৩ ২৩:৪৩

ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে জয়, সাথে সিরিজও শেষ হয়েছে সমতায়। বাঘিনীদের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ারে ভাসছে ক্রিকেট পাড়া। যদিও হারমানপ্রিতের আচরণ তা খানিকটা ম্লান করেছে, তবে বিসিবির নতুন ঘোষণায় ফের জোয়ার ফিরেছে।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, দলের সব প্লেয়ারদের জন্য ২৫ লাখ টাকা, যারা ভালো পারফর্ম করেছে তাদের জন্য আলাদা করে ২ লাখ ও দলের সাপোর্ট স্টাফদের মিলে মোট ৩৫ লাখ টাকা বোনাস দেয়া হবে।

আলাদাভাবে সম্মান পাওয়া ক্রিকেটারদের মাঝে আছেন, দেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটের প্রথম ও একমাত্র নারী সেঞ্চুরিয়ান ফারজানা হক। তাকে ২ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর পেসার মারুফা আক্তারও পেতে পারেন উল্লেখযোগ্য একটা অংশ।



আপনার মূল্যবান মতামত দিন: