odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

‘ধর্মীয় কারণে’ ১৮ বছর বয়সে পাকিস্তানি ক্রিকেটার আয়েশার অবসর

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৬ July ২০২৩ ১৭:০২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৬ July ২০২৩ ১৭:০২

পাকিস্তানের অ্যাবোটাবাদের বাগান নামের এক গ্রামে জন্ম হয়েছিল আয়েশা নাসিমের। সেই এলাকার লোকজন ভীষণ রক্ষণশীল। মেয়েদের ক্রিকেট খেলা তো দূরের কথা, বাড়ির বাইরে যাওয়াই নিষিদ্ধ। এমন এক জায়গা থেকে উঠে এসে মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হয় আয়েশার।

কিন্তু ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন মাত্র ১৮ বছর বয়সেই! অবসরের পেছনে কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন আয়েশা। তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য একাধিক চেষ্টা করেও সফল হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এদিকে পাকিস্তানি গণমাধ্যম এবং জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ দাবি করছে, ‘ধর্মীয় কারণেই’ নাকি এত কম বয়সে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন পাওয়ার-হিটিং দক্ষতার জন্য পরিচিতি পাওয়া আয়েশা। 

এরপর গতকাল মঙ্গলবার পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে আয়েশার অবসরের বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে পিসিবির নারী ক্রিকেটের প্রধান তানিয়া মল্লিক বলেছেন, ‘আমরা আয়েশা নাসিমের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই। 



আপনার মূল্যবান মতামত দিন: