odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ধীরে ধীরে দুর্দান্ত একটি দল গড়ে তুলব আমরা : বেনজামা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৯ July ২০২৩ ১৯:৫৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৯ July ২০২৩ ১৯:৫৫

ক্রিস্তিয়ানো রোনালদোর পর সৌদি আরবের ফুটবলে সবচেয়ে বড় নাম করিম বেনজামা। ব্যালন ডি’অর জয়ী ফরাসি এই তারকা আল ইত্তিহাদের জার্সিতে অভিষেকটা রাঙালেন চোখ-ধাঁধানো এক গোলে। পাশাপাশি আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে ইএস তিউনিসের বিপক্ষে করেছেন একটি অ্যাসিস্টও। বেনজামার দল জিতেছে ২-১ গোলে।

ম্যাচ শেষে সৌদি টিভি চ্যানেলকে বেনজামা বলেন, ‘আমাদের জন্য খুবই কঠিন একটি ম্যাচ ছিল। পরিবেশটা দারুণ ছিল। ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত ভক্তরা আমাদের উৎসাহ দিয়ে গেছে।’ প্রস্তুতিতে কঠোর পরিশ্রমের পর শুরুটা ভালো হলো। ধীরে ধীরে আমরা দুর্দান্ত একটি দল গড়ে তুলব।



আপনার মূল্যবান মতামত দিন: