odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

মেসির জোড়া গোলে শেষ ষোলোতে মিয়ামি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৩ August ২০২৩ ১৬:১২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৩ August ২০২৩ ১৬:১২

কিছুদিন আগেই ফরাসি ক্লাব পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। অল্পদিনে তার ছোঁয়ায় বদলে গেছে জিততে ভুলে যাওয়া এই দলটি। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে মিয়ামি।

বৃহস্পতিবার ভোরে লিগস কাপের ‘রাউন্ড অব ৩২’-এর ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে মেসি বাহিনী।

মিয়ামির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামের এই ম্যাচে মেসি করেছেন জোড়া গোল। ম্যাচের সপ্তম মিনিটে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন তিনি। রবার্ট টেইলরের চিপ থেকে গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে লিডটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ১০ মিনিট পরই ভিলচেজের গোলের সমতা আনে ওরল্যান্ডো।

ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি পায় মিয়ামি। অধিনায়ক মেসি পেনাল্টি কিক নেননি। সতীর্থ জোফেস মার্টিনেজ হতাশ করেননি মেসিকে, স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করে দেন তিনি।

ম্যাচের ৭২তম মিনিটে ওই মার্টিনেজের পাস থেকে মেসি করেন নিজের দ্বিতীয় গোলটি, মিয়ামি এগিয়ে যায় ৩-১ এ। শেষ দিকে ওরল্যান্ডো সিটি একটি গোল করেছিল, পরে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর শিষ্যরা। 



আপনার মূল্যবান মতামত দিন: